॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক তরুনীকে গনধর্ষণ ও ভিডিও ধারণ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দুই জন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা। ঘটনার পর শুক্তারবার তাদের দুজনকেই দল থেকে বহিস্কার করা হয়েছে। ভিকটিমের দায়ের করা অভিযেগের ভিত্তিতে ঐ দুই ব্যক্তিকে আটক করে বলে স্থানীয় ও থানা সুত্র জানিয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালের কোন এক সময় ঘরের পাশের নদীতে গোসল/স্নান করতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রগুলো জানায়, ঘটনার দিন সকালের ধর্ষিতা (১৮) গোসল করতে বাড়ির পাশে ধুরুং নদীতে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুই যুবক মোঃ মফিজ (৩১) ও মোঃ আবু তালেব গাজী (২৮) ভিকটিমের মুখ চেপে ধরে পাশ^বর্তী জঙ্গলে নিয়ে উপযুপরি ধর্ষণ করে এবং এ ঘটনা উভয়ই মোবাইলে ভিডিও ধারণ করে। পরে ঐ তরুনীকে ঘটনা কাউকে বললে হত্যা করা হবে বলেও হুমকী দেয়।
এদিকে ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন। পরে লক্ষ্মীছড়ি থানার সংশ্লিষ্ট কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ধারা ৯ (৩) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ধারা ৮ (১)/৮ (২) অনুযায়ী মামলা (মামলা নং-০১, তারিখ-০২/০৫/২০২৫) রুজু করা হয়।
এদিকে ভিকটিমের কাছ থেকে ঘটনা ও জড়িত আসামীদের বর্ণনানুযায়ী লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুইজনকেই গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মোঃ মাফিজুল ইসলাম (৩১), পিতা- মনিরুল ইসলাম, মাতা- মাফুজা বেগম, সাং- জুর্গাছড়ি। ও আবু তালেব গাজী (২৮), পিতা- হামিদুল গাজী, মাতা- তাসলিমা গাজী, সাং- গুচ্ছগ্রাম, লক্ষ্মীছড়ি। (ওসি) জানান, গ্রেফতারের পর ভিকটিম আসামিদের শনাক্ত করেছে এবং আসামিরাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া দুজন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা। ধর্ষণ ঘটনার পর শুক্রবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গির আলম তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে বলে যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গনমাধ্যমে দেওয়া হয়েছে। এতে বলা হয়, ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের উভয়কেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অসাদাচরণ, শৃঙ্খলা ভঙ্গ এবং সমাজবিরোধী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। একাধিকবার সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় এবং সর্বশেষ ধর্ষণ মামলায় লক্ষ্মীছড়ি থানা পুলিশ গ্রেফতার হওয়ার পর দলীয় পদ স্থগিতসহ স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা বলছেন, দলের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
এদিকে ধর্ষণ ঘটনার পর স্থানীয় জনসাধারনের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করেছ। যে কোন সময় ধর্ষকদের বাড়িঘরে হামলা করতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। স্থানীয়রা এ ঘটনার দ্রুতবিচারে বিচার বিভাগ এবং পুলিশ সহ স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।