[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি’র ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র ৩ ব্যাটালিয়নের আওতায়ধীন পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১লা মে) সকাল ১১টার দিকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির এসব খেলার সামগ্রী বিতরণ করা হয়্

ব্যাটালিয়নের পক্ষে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম যেমন ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, মেয়েদের স্কিপিং খেলার রশি, ক্রিকেট খেলার সামগ্রী সহ অন্যান্য সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। বিজিবি সবসময় সীমান্ত রক্ষা ছাড়াও এলাকার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পাশে রয়েছে।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা বিজিবির এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এই উপহার শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং শরীরচর্চায় উৎসাহিত করবে।