খাগড়াছড়ির দীঘিনালায় মহান মে বিদস পালন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি”— প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় পালন করা হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫। বৃহস্পতিবার(০১মে) সকাল ১১টায় উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ ফজলুল হক প্রমূখ।
বক্তারা বলেন, ‘মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। পাশাপাশি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মক্ষেত্রে টেকসই উন্নয়নের পূর্বশর্ত। সবাই মিলে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করলেই গড়ে উঠবে একটি স্মার্ট বাংলাদেশ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।