[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভা

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা বুধবার (২৯এপ্রিল) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়া বিজিবি জোন সদর বাস্কেটবল মাঠে জোন কমান্ডার মোঃ আহসান উল ইসলাম এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়, পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে স্থিতিশীলতা ও সুসম্পর্ক বজায় রাখা। সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও চাঁদাবাজী বন্ধে করণীয়, আসন্ন ঈদুল আযহা ২০২৫ উপলক্ষ্যে অবৈধভাবে গবাদি পশু আমদানী রোধ করা। দায়িত্বপূর্ণ এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধ করা, অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জনসাধারণের সহায়তা কামনা, অবৈধভাবে পাহাড় কেটে মাটি/বালু/কাঠ/বাঁশ বিক্রয় ও পরিবহন রোধে সকলের সহযোগিতা কামনা। যে কোন ধরণের ঘটনা/দূর্ঘটনা/চাঁদাবাজী/অপহরণ/সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে অবহিত করণ সমপর্কে আলোচনা করা হয়েছে।

এ সময় সভায় রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ শাহাদাত হোসেন শুভ, সহকারী পরিচালক রাজু আহম্মেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন সহ স্থানীয় সামরিক/বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপনসহ বিজিবি‘র সার্বিক সহযোগিতা কামনা করা হয়।