॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। করাত কল (লাইসেন্স) বিধিমালা লঙ্ঘনের অপরাধে স’মিল মালিক জহিরুল ইসলাম কে জরিমানাকরা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময়, তাইন্দং এলাকায় করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩ লঙ্ঘনের অপরাধে জহিরুল ইসলাম কে ১০ হাজার টাকা। একইদিনে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারা লঙ্ঘনের দায়ে বড়নাল ইউনিয়নের এস্কেভেটরের মালিক ফারুক হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।