[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

১০

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস হল রুমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাঘাইছড়ি এর আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এক দিনব্যাপি কৃষক কৃষাণী- প্রশিক্ষণ ও উন্নত জাতের লেবু চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় একটি পৌরসভা ও আট’টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণ গ্রহণ করে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃমনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায় সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এসময় কৃষি উদ্যোক্তা ও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে কৃষি পন্য উৎপাদনের উপর আলোচনা করে প্রশিক্ষকবৃন্দ।