খাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্ন
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কাউন্সিলের কার্যক্রম শুরু হয়।
কাউন্সিলে ৩১৬ জন কাউন্সিলরের মধ্যে ২৮৪ জন ব্যালটের মাধ্যমে ২ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১ নারীসহ মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যক্ষ ভোটে মাসুদ রানা সভাপতি পদে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সাজ্জাদুল ইসলাম ৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তানু ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা জানান, দীর্ঘ ১৫ বছরের অধিক সময় পর সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন হওয়ায় ছাত্রদলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।