[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষ বজলুর করিম

১৯

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠা লংগদু সরকারি মডেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক বজলুল করিম। রবিবার (২৭ এপ্রিল) সকালে নতুন অধ্যক্ষকে বরণ করে নেন কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগন।

তিনি এর আগে ইতিহাসের অধ্যাপক হিসেবে রাঙ্গামাটি সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে অধ্যাপক বজলুল করিমকে লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদু। এই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার কথা চিন্তা করে মরহুম মীর কাসেম আলী রাবেতা মডেল কলেজ নামে ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে কলেজটিকে স্নাতক পর্যায়ে উন্নিত করা হয়। এরপর ২০১৮ সালে কলেজটির নাম পরিবর্তন করে জাতীয়করণ করে তৎকালীন সরকার।

কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল্লাহ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অবসরে চলে গেলে অধ্যক্ষের পদটি শূন্য থাকে। এই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ আজগর আলী। কলেজটিতে বর্তমানে স্নাতক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে আট শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করেন।