[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে জারুলছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭এপ্রিল) বিকালে রাজনগর জোনের (৩৭ বিজিবি)’র সদস্যরা অন্তত সোয়া চার লক্ষ টাকার গাছ জব্দ করেছে।

বিজিবি সুত্র জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭৭ ঘনফুট গামারী কাঠ উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত কাঠগুলোর গন্ধেই টের পাওয়া যাচ্ছিল পাহাড়ের নিভৃত অরণ্যে কী ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। চলতি বছর জুড়ে রাজনগর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় ৩১টি দুঃসাহসিক অভিযানে মোট ২২৭৭.৭৩ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করেছে, যার সিজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা ছুঁইছুঁই।

স্থানীয়দের ভাষ্যমতে, পাহাড়ের আড়ালে সক্রিয় এক চোরাকারবারি সিন্ডিকেট গোপনে পাহাড়ি আঞ্চলিক সন্ত্রাসীদের চাঁদা দিয়ে বিলুপ্তপ্রায় বৃক্ষরাজি নিধন করছে। চোরাচালানকারীদের টাকায় পাহাড়ি সবুজ বনানী আজ অস্তিত্বের সংকটে। তবে স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এ ধরণের ধারাবাহিক অভিযানে পাহাড় ধীরে ধীরে সবুজে ঢাকা পড়বে।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ হাসান এক বিবৃতিতে জানান, অবৈধ কাঠ পাচারের কারণে বনাঞ্চলের ভয়াবহ ক্ষতি হচ্ছে ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী চোরাপথে কাঠ পাচার করে জাতীয় রাজস্বেরও অপূরণীয় ক্ষতি করছিল। বিজিবির নিরলস তৎপরতায় এই চক্রান্ত রুখে দেয়া সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বিজিবির গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে রাজনগর ব্যাটালিয়ন সদা সতর্ক অবস্থানে রয়েছে।