মাটিরাঙ্গায় ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতায় আলোচনা সভা
॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবুল হাসেম।
তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের আওতায় অনুষ্ঠানে আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা শুভেচ্ছা বক্তব্য দেন। উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক জাহানারা আক্তারের সভাপতিত্বে মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের সহ-আহবায়ক দিগেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় ইয়ুথ গ্রুপের সদস্য ডলি ত্রিপুরা, আশিক রঞ্জন ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সর্বোচ্চ শক্তি হলো তাদের ভোটাধিকার। সঠিকভাবে ভোট প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ গঠনে নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বক্তারা তরুণ প্রজন্মের মাধ্যেমে ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নাটক মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ লিডার ও সদস্যগণ, স্থানীয় বাসিন্দা সহ অনেকে উপস্থিত ছিলেন।