অবৈধ পথে আনা ভারতীয় ১৫ লক্ষ টাকার সিগারেট সহ রাঙ্গামাটিতে ২ জন আটক
॥ নিজস্ব প্রতিবেদক ॥
অবৈধ পথে ভারতীয় সিগারেট পাচার করার দায়ে রাঙ্গামাটি শহর থেকে এক যুবককে আটক করেছে কতোয়ালী থানার পুলিশ। গোপন সংবাদ পেয়ে ও সিগারেট বিক্রেতার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪এপ্রিল) শহরের মহসিন কলোনীতে অভিযান চালিয়ে মোজাম্মেল হক প্রকাম রাজু ও সুমিত্র চাকমাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানা সুত্র জানায়, রাঙ্গামাটি শহরের চোরাকারবারীর একটি দল দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পন্থায় ভারত থেকে সিগারেট এনে শহর সহ জেলার বাইরে পাচার করে আসছে। বিগত সময়েও বেশ ক’বার এ চক্রের সদস্যদের আটক করা হয়েছিল সাথে উদ্ধার করা হয় বিভিন্ন ব্রান্ডের লক্ষ লক্ষ টাকার সিগারেট। সুত্র জানায় গত ছয় মাসের মধ্যে প্রায় কোটি টাকার সিগারেট জব্ধ করা হয়েছিল। এসব সিগারেট রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা, বিলাইছড়ি, বরকল ও জুরাইছড়ির উপজেলার সীমান্ত এলাকা হয়ে নৌ ও স্থল পথে রাঙ্গামাটি সহ জেলার বাইরে পাচার করে আসছে চোরাকারবারীর দল।
এদিকে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দীন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ও সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, চোরাকারবারীর দল বেআইনীভাবে ভারত থেকে বিভিন্ন ব্রান্ডের সিগারেট এনে মজুদ করা হয়েছে। এই সুত্র ধরে এ ব্যবসার সাথে জড়িত জনৈক সুমিত্র চাকমাকে আটক করার পর তার স্বীকারোক্তি নিয়ে পরে বৃহস্পতিবার রাতে শহরের রিজার্ভ বাজারস্থ মহসিন কলোনী এলাকায় অভিযান চালিয়ে অপর ব্যবসায়ী মোজাম্মেল হক প্রকাশ রাজু নামে আরেক যুবককে আট করা হয়। এসময় তার বাসা থেকে প্রায় ১৫ লক্ষ টাকার সিগারেটও উদ্ধার করা হয় বলে ওসি জানান। পরে আটক যুবকদের বিরুদ্ধে থানায় মামলা হয় এবং শুক্রবার (২৫এপ্রিল) আদালতে নেয়া হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।