বান্দরবানের লামায় ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের’ ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং লামা উপজেলা প্রশাসন ও পর্যটন মালিক সমিতির যৌথ সহায়তায় ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সমাপ্ত হয়েছে। টেকসই আতিথেয়তা এবং পর্যটন শিল্প বিকাশকে সামনে রেখে দুই ব্যাচে ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা পরিষদ হলরুমে শেষ হয়।
৫ দিনের প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক মনিরুজ্জামান মাসুদ জানান, ১ম ব্যাচে ২০-২২ এপ্রিল ২০২৫ইং প্রথম ব্যাচে তিনদিন ব্যাপী ৭৫ জন রিসোর্ট মালিকদের টেকসই আতিথেয়তা এবং পর্যটন শিল্প বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া ২৩ ও ২৪ এপ্রিল ২০২৫ইং দুইদিন ব্যাপী দ্বিতীয় ব্যাচে ৩৬টি রিসোর্ট স্টাফদের পর্যটকদের সেবা বিষয়ক প্রশিক্ষণ হয়।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, লামা রিসোর্ট মালিক সমিতির যুগ্ন আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য সচিব সাদেকুল মাওলা ইরাক, মোঃ মনির হোসেন সহ প্রমূখ। প্রশিক্ষক হিসাবে আছেন, সাইফুল্লার রাব্বি ও হুমায়ন কবির। প্রশিক্ষণ কর্মশালায় ১ম ব্যাচে প্রশিক্ষক হিসাবে ছিলেন, ডাঃ আনোয়ার, মেসবাহুল আলম, সৈয়দ সাজ্জাদ হোসেন মাহমুদ, নাছির উদ্দীন বাদল।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মাজহারুল ইসলাম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের লামা। অপরিমেয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এই এলাকায়। বাংলাদেশের অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন শিল্পের বিকাশে একটি অনন্য উপাদান। এই অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে পর্যটকরা লামায় আসার হিড়িক পড়েছে। তিনি দেশ বিদেশের সকল পর্যটকদের লামায় আসার অনুরোধ করেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, আগামীতে লামার পর্যটন শিল্পের বিকাশে আরো নতুন নতুন প্রশিক্ষণের আয়োজন করা হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড লামাকে ব্রান্ডিং করতে আগ্রহী। লামা পর্যটন খাতের সক্ষমতা বাড়িয়ে বিদেশি পর্যটক আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। পার্বত্য কন্যা লামাকে তুলে ধরতে তিনি সবাইকে অনুরোধ করেন।