খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়ুথ গ্রুপের ত্রৈ-মাসিক সক্রিয়করণ সভা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকায় শান্তি ও সম্প্রীতি, গণতন্ত্র চর্চা করা, ভোটার তালিকা হালনাগাদে সহযোগিতা করা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটক প্রদর্শন, জলবায়ু ও প্লাস্টিক বর্জন, সু-শাষন প্রতিষ্ঠাসহ কল্যাণমুলক কাজ করা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ডের সহায়তায় খাগড়াছড়িতে এ প্রকল্পটি কাজ করে যাচ্ছে। বুধবার (২৩এপ্রিল) সকালে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক জাহানারা আক্তার। প্রধান অতিথি হিসেবে আস্থা প্রকল্পের নাগরিক কমিটির সদস্য ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রঞ্জিত ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের সহ-আহবায়ক দিগ্রেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে ইয়ুথ গ্রুপের সদস্য ডলি ত্রিপুরা, জুগলবাঁশি ত্রিপুরা, মোঃ আলমগীর হোসেন, অনিতা ত্রিপুরা, উম্রাসিং মারমা, প্রমুখ বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ লিডার ও সদস্যগণ অংশগ্রহণ করেন।