বান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতে
॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
লামা উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় সরওয়ারুল আলম চৌধুরী নামে এক ব্যক্তির বাগানে অবৈধ দখলের বিষয়ে করা ফৌজদারী মামলায় মোঃ শওকত আকবর (৩২) নামে এক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার (২০ এপ্রিল) আদালতে আসামী মোঃ শওকত আকবর জামিন আবেদন করলে, বিজ্ঞ বিচারক তাকে জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণ করে।
মোঃ শওকত আকবর চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ডেমশা গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ০৯ আগস্ট ২০২৪ইং তারিখে ক্ষতিগ্রস্ত বাগান মালিক সরওয়ারুল আলম চৌধুরী তার বাগানে অবৈধ অনুপ্রবেশ, হামলা, ভাংচুর, লুটপাট, মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার বিষয়ে ২৮ আগস্ট ২০২৪ইং তারিখে ধারা ৪৪৭/৩৭৯/৪২৭/ ৪৩৫/৪৩৬/৫০৬(২) দন্ডবিধি মতে ৩ জনের নামে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা ২৭৩/২০২৪ দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে লামা থানা পুলিশের কাছে তদন্তের জন্য পাঠায়। এদিকে ২০ এপ্রিল ২০২৫ইং রবিবার মামলায় অভিযুক্ত ১নং আসামী মোঃ শওকত আকবর আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করে। মামলার তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠাতে নির্দেশ দেয়।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ সাদেকুল মাওলা ইরাক জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে মামলার ১নং আসামি মোঃ শওকত আকবর কে জেল হাজতে প্রেরণ করে। এই মামলায় অপর দুই আসামীরা হলেন, শহিদুল ইসলাম (৬০) ও শামস্ মুহাম্মদ সালাউদ্দিন (৩০)।