[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধনখাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানবান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতেখাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠানখাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধারখাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও পর্যটন মালিক সমিতির যৌথ সহায়তায় লামায় পর্যটন বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। টেকসই আতিথেয়তা এবং পর্যটন শিল্প বিকাশকে সামনে রেখে দুই ব্যাচে ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়।

২০-২২ এপ্রিল ২০২৫ইং প্রথম ব্যাচে তিনদিন ব্যাপী ৭২’জন রিসোর্ট মালিকদের টেকসই আতিথেয়তা এবং পর্যটন শিল্প বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলবে। এছাড়া ২৩ ও ২৪ এপ্রিল ২০২৫ইং দুইদিন ব্যাপী দ্বিতীয় ব্যাচে ৩৬টি রিসোর্ট স্টাফদের পর্যটকদের সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলবে।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, সালেহা বিনতে সিরাজ পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ), (যুগ্মসচিব) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট রাফিউজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ মনিরুজ্জামান মাসুদ, ডিরেক্টর (জনসংযোগ) মোঃ ইউনুছ, ডিরেক্টর (আন্তর্জাতিক) মনছুর আলম পারভেজ সহ প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন, ডাঃ আনোয়ার, মেসবাহুল আলম, সৈয়দ সাজ্জাদ হোসেন মাহমুদ, নাছির উদ্দীন বাদল।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের লামা। অপরিমেয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এই এলাকায়। বাংলাদেশের অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন শিল্পের বিকাশে একটি অনন্য উপাদান। এই অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে পর্যটকরা লামায় আসার হিড়িক পড়েছে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদের অনেক সুযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এমন দৃষ্টিনন্দন প্রাকৃতিক স্থান পার্বত্য কন্যা লামায় প্রচুর। তিনি দেশ বিদেশের সকল পর্যটকদের লামায় আসার অনুরোধ করেন।