খাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই পাশাপাশি মানবতার সেবায়ও কাজ করছে। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি’র পক্ষথেকে বাবুছড়া এলাকার গরীব অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
সোমবার (২১এপ্রিল) সকাল ৯টায় বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি’ আয়োজনে হেলিপ্যাড মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উদ্বোধন করবেন বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবি’র অধিনায়ক লেঃকর্নেল এস এম রেজাউর রহমান, পিএসি। এসময় উপস্থিত ছিলেন, বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি’র সহকারী পরিচালক এডি মোঃ হুমায়ন করিম।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন ৭বিজিবি’ট মেডিকেল অফিসার মেজর সুহিল ইবনে আজম। মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে ৭বিজিবি’র অধিনায়ক লেঃকর্নেল এস এম রেজাউর রহমান বলেন, বিজিবি সদস্যরা দূর্গম পাহাড়ি এলাকায় সীমান্ত রক্ষা কাজ করে যাচ্ছে এবং জনগনের সাথে সম্পৃক্ততা রেখে কাজ করে তারই ধারাবাহিকতা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার গরীব অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হচ্ছে এতে করে অসহায় দুস্থ রোগীদের অনেক উপকৃত হবে। এছাড়াও বিজিবি পক্ষ থেকে এলাকার গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করা হয়। এধরণের সাহায্য সহযোগিতা অব্যহত থাকবে। মেডিকেল ক্যাম্পে এলাকার সকল সম্প্রদায়ের ৩শতাধিক রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রদান করা হয়।
চিকিৎসা সেবা নিতে এসে যামীনি মোহন কার্বারী পাড়া সুভাতন চাকমা(৬৮) বলেন, বাত ব্যথায় হাত পা প্রচন্ড ব্যথা করত রাতে ঘুমাতে অনেক কষ্ট হত। বিজিবি চিকিৎসা অনেক ভালো তাই চিকিৎসা নিতে আসছি বিনামূল্যে ঔষধ দিয়েছে। রবিধন কার্বারী পাড়া থেকে চিকিৎসা নিতে এসে মঙ্গল চাকমা (৭০) বলেন, টাকা অভাবের চিকিৎসা নিতে পারছিলামনা,এখানে এসেছি ডাক্তার দেখে ঔষধ দিয়েছে। বিজিবি অনেক ভালো গরীবদেরকে সাহায্য সহযোগিতা করে।