[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
সমাজ গঠনে জুলাই পুনজাগরণে রাঙ্গামাটির লংগদুতে শপথ গ্রহনজুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে রামগড়ে শপথ গ্রহণআমি যৌবনে ফিরেছি বলছে যেন চিরচেনা রাঙ্গামাটির শুভলং ঝর্ণাছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
খাগড়াছড়ি থেকে অপহৃত পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে রয়েছেন বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত এলাকার এতিম লংঙি ম্রো। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ সালের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। লংঙি ম্রোর বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রেংপু নিয়াদুই কারবারী পাড়ায়, যা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী একটি দুর্গম এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে লংঙি ম্রো তৃতীয়। তার বাবা গত বছর মারা যান, ফলে তিনি এতিম। বড় ভাই লেখাপড়া না করে জুমচাষ করে ছোট ভাই লংঙি ম্রোকে উচ্চশিক্ষায় পড়াশোনা করাচ্ছেন। ৪নং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, এলাকাটি খুবই দুর্গম। আলীকদম সদর থেকে গাড়িতে এক ঘণ্টায় পোয়ামুহুরী, সেখান থেকে একদিন পায়ে হেঁটে গিয়ে নিয়াদুই পাড়ায় পৌঁছাতে হয়। লংঙি ম্রোর অপহরণের খবর আমরা তার মা ও ভাইকে জানিয়েছি। ম্রো সম্প্রদায়ের লোকজন খুবই চিন্তিত বলে জানিয়ে অবিলম্বে সব শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন তিনি।

অপহৃত অন্য শিক্ষার্থীরা হলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মৈত্রী ময় চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।