[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদান

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক ১২-১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাংলা নববর্ষ ও নৃ-
গোষ্ঠীদের প্রধান উৎসব “বৈসাবী উদযাপন” উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীনস্থ মদক বিওপির দায়িত্বপূর্ণ বড় মদক পাড়া, পাইমং পাড়া, ঊষামং পাড়া, পুসাতং পাড়া এবং বুলুপাড়া ও পানঝিরি বিওপির বিভিন্ন পাড়ায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী জনসাধারণের ‘বৈসাবী উৎসব’ উপলক্ষে অনুদান ও নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

৫৭ বিজিবি জানায়, সার্বক্ষনিকভাবে দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত পার্বত্য এলাকার জনসাধরণের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য সর্বদা সাহায্য সহযোগীতা করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে পার্বত্য এলাকায় বসবাসরত বিজিবি এবং পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ওনউন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদীর দিক-নির্দেশনায় মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড. এস. নাহিয়ান এবং বুলুপাড়া বিওপির ক্যাপ্টেন আল-শাহরিয়ার সিয়াম এর নেতৃত্বে আর্থিক অনুদান এবং বিজিবি টহলদল উপস্থিতিতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হয়। এ সময় স্থানীয় কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ‘বৈসাবী উৎসব’ উদযাপিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবি এ সকল মানবিক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।