খাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদল
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বোতলজাত পানি, খাবার স্যালাইন, কলম ও টিস্যু বিতরণ করা হয়েছে। বর্তমানে তাপদাহে বৃহস্পতিবার (১৭এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশনা অনুযায়ী দীঘিনালার ৬টি কেন্দ্র ছাত্রছাত্রীদের সুস্থতার জন্য এসব বিতরণ করেন।
জেলা বিএনপির কার্যাল সুত্র জানায়, খাগড়াছড়ি দীঘিনালায় ৬টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে গ্রীষ্মকালের চলমান দাবদাহ থেকে কিছুটা পরিত্রান পেতে ও ছাত্রছাত্রীরা যাহাতে সুষ্টুভাবে পরীক্ষা দিতে পার তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওয়াদুদ ভূইয়া এর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দরা চাত্রছাত্রীদের মাঝে বোতলজাত পানি,খাবার স্যালাইন, কলম, টিসু বিতরণ করেন।
বৃহস্পতিবার দীঘিনালা উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় এস.এস.সি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় তাদের হাতে বোতলজাত পানি,খাবার স্যালাইন, কলম, টিসু প্রদান করেন।
এসময় হাচিন সন পুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কবাখালি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তাজুল ইসলাম, মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসা ও ছোট মেরুং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মেরুং উত্তর শাখায় কলেজ ছাত্র দলের আহবায়ক মোস্তফা ও যুগ্ম আহবায়ক খোরশেদ, দিঘীনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বোয়ালখালি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সহ-সভাপতি মনছুর আলম। এসময় মানবিক এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, প্রচার সম্পাদক মোঃ সামসু রানাসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।