কাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক একটি পরিবারকে মানবিক সহায়তা ও স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস ও শেড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭এপ্রিল) সকাল ১১টায় রাঙ্গামাটি সেনা রিজিয়নের এই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় একটি অসহায় উপজাতি পরিবারকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উক্ত পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস পালনের সেড, হাঁসের খামার প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এসব অসহায় পরিবার সেনাবাহিনীর সহযোগীতা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১০ আর ই ব্যাটালিয়ন জানান, সেনাপ্রধানের দিক নির্দেশনায় উক্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়। আগামিতে সেনাবাহিনীর পক্ষ হতে মানবিক সহায়তা করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।