বান্দরবানের থানচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সাংগ্রাই উৎসব
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
“পুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলে, স্ব-জাতির মুক্তির দিশা তরুণদের কোলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বছরকে বরণ সহ নানান কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবানের থানচিতে বৌদ্ধ ধর্মালম্বীদের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সাংগ্রাই। এছাড়াও চাকমা সম্প্রদায়ের বিজু, ত্রিপুরা সম্প্রদায়দের বৈসু, ম্রো সম্প্রদায়ের চাংক্রান অন্যান্য সম্প্রদায়ের সামাজিক এ প্রধান উৎসব পালিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে বাসষ্টেশন এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ও বাজারে অলিগলিতে সাংগ্রাই পোয়েঃ উদযাপনে বর্ণাঢ্যর্ র্যালি শোভাযাত্রা করা হয়।
পরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে থানচি উপজেলা মাহা সাংগ্রাই পোয়েঃ উদযাপন কমিটির আয়োজনে হ্লামংউ মারমা সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে উৎসব উদযাপন কমিটির সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী উৎসব আয়োজনে থাকছে ঐতিহ্যেবাহী পিঠা উৎসব, পবিত্র বুদ্ধ মূর্তিস্মান, ১৮ এপ্রিল বিকেলে উপজেলার মিনি ষ্টেডিয়াম মাঠে মৈত্রী পানি বর্ষণ, সাংস্কৃতিক অনুষ্টান ও সবশেষে ২০ এপ্রিলে সন্ধ্যায় থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব-সাংগ্রাই পোয়েঃ।
মাহা সাংগ্রাই পোয়েঃ উৎসবের আলোচনা সভায় উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মেমংসিং মারমা সঞ্চালনায় অন্যান্য মধ্যে অতিথি’র হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানার অফিসার নাছির উদ্দিন মজুমদার প্রমূখ। এছাড়াও বিভিন্ন গ্রামের যুবক-যুবতী, সাংবাদিক, কারবারি, সচেতন ব্যক্তিবর্গ ও যুব-সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।