[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করেপাহাড়ের সময় এর মানবিক প্রতিষ্ঠান পিছিয়েপড়া অসহায়, দরিদ্রদের শিক্ষা, সাংস্কৃতির কল্যাণ সরসী “তেঁতুলপাতা”জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন: সুপ্রদীপ চাকমাআমরা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতিতে শরিক হতে চাই- পার্বত্য উপদেষ্টারাঙ্গামাটিতে শিক্ষার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠিতপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নকৃত পানছড়ি বাস টার্মিনাল অব্যবহৃতবাঘাইহাটে বিজিবি কর্তৃক ‘‘মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপনরামগড় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিত সভা অনুষ্ঠিতরাবিপ্রবিতে শিক্ষকদের রিচার্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপন

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসবমুখর হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখ সকালে উপজেলা পরিষদ ভবনের সম্মুখ হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরেবিশন করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতে আমীর মাওলানা কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, নববর্ষ বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব। এ উৎসবের মাধ্যমে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হই, আনন্দ ভাগাভাগি করি, পহেলা বৈশাখে বাঘাইছড়িবাসীকে শুভেচ্ছা জানাই। পরে প্রশাসনের আয়োজনে সকলে পান্তা ভোজে অংশগ্রহণ করে।