[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবেমিমিক্রিতে জাদুকরী জেরিন, কার্টুন চরিত্রে ত্রিশের বেশি রূপ২৭০তম জন্ম জয়ন্তিতে মহাত্মা হ্যানিম্যানের উপলক্ষে বিশেষ কবিতা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরু

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
পাহাড়ের বড় উৎসব বৈ-সা-বি উপলক্ষে রাঙ্গামাটির বঘাইছড়িতে বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শত শত তরুণ তরুণী কাচালং নদীতে ফুল ভাসিয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোর থেকে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা হতে র‌্যালী নিয়ে উপজেলা লঞ্চঘাট সংলগ্ন কাচালং নদীর তীরে ফুল ভাসানোর সাথে সকলের কল্যাণ কামনার্থে প্রার্থনা করে ফুল বিজু উৎসবের সূচনা হয়।

অন্ধকার কেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারীরা ঐতিহ্যবাহী পিনোন-খাদি ও পুরুষেরা ধুতি পরে কাচালং নদীর তীরে হাজির হন। র‌্যালী ও ফুল ভাসানো উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সাবেক পৌর কাউন্সিলর রুবেল চাকমা ও মিঠেল চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও ফুল ভাসানো উৎসবে শুভেচ্ছা জানিয়ে বলেন, পাহাড়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ বিঝু উৎসব। এ বিঝু উৎসবে সকল পাহাড়ি সম্প্রাদয় সহ বাঘাইছড়ি বাসীকে জানাই শুভেচ্ছা। সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আসন্ন নববর্ষকে স্বাগত জানাচ্ছি।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামে গ্রামে ফুল বিঝু উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।