[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবেমিমিক্রিতে জাদুকরী জেরিন, কার্টুন চরিত্রে ত্রিশের বেশি রূপ২৭০তম জন্ম জয়ন্তিতে মহাত্মা হ্যানিম্যানের উপলক্ষে বিশেষ কবিতা
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজা

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চালের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসু-সাংগ্রাই-চাংক্রান-বিঝু-বিহু-বিষু-পাতা-২০২৫ উপযাপন উপলক্ষে আনন্দ র‌্যালী করা হয়েছে। শনিবার (১২এপ্রিল) সকালে বৈসু-সাংগ্রাই-চাংক্রান-বিঝু-বিহু-বিষু-পাতা-২০২৫ উদযাপন কমিটির আয়োজনে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।

প্রধান অতিথি হিসিবে র‌্যালী উদ্বোধন করেন দীঘিনালা জোনের ৪ইং বেংগলের জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক, পিএসসি তিন ভাগে বিজু উৎসব পালন করা হয়। ফুল বিজু, মূল বিজু এবং গজ্যাপজ্যা বিজু। ফুল বিজুর দিন গভীর অরণ্য থেকে ফুল সংগ্রহ করে ঘরবাড়ি সাজানো হয়। নদীতে ফুল দিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক বরেন, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে পাহাড়ের জাতিগোষ্ঠীর এই রঙিন সংস্কৃতি একটি উৎসবে রূপ নিয়েছে। আমরা এতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এসময় নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে বৈসাবি উৎসব উদযাপন কমিটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করে কুশলাদি বিনিময় করেন।

পরে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাইনী বিলের মেলার মাঠ থেকে বিজু উপলক্ষে একটি বর্ণিল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালীটি মাইনী নদীর তীরে গিয়ে শেষ হয়। পরে চাকমা সম্প্রদায়ের ফুল বিজুতে অংশ নিয়ে নদীতে ফুল ভাসান দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি। মাইনী নদীতে গঙ্গাদেবীর উদ্যেশে ফুল ভাসিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনে উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, বোয়ালখালী ইউনিয় পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা বৈসাবি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফুল্ল কুমার চাকমা, শরনার্থী কল্যাণ পরিষদ (মেরুং) ও বৈসাবি উদযাপন কমিটির উপদেষ্টা লোচন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।