[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজা

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চালের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসু-সাংগ্রাই-চাংক্রান-বিঝু-বিহু-বিষু-পাতা-২০২৫ উপযাপন উপলক্ষে আনন্দ র‌্যালী করা হয়েছে। শনিবার (১২এপ্রিল) সকালে বৈসু-সাংগ্রাই-চাংক্রান-বিঝু-বিহু-বিষু-পাতা-২০২৫ উদযাপন কমিটির আয়োজনে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।

প্রধান অতিথি হিসিবে র‌্যালী উদ্বোধন করেন দীঘিনালা জোনের ৪ইং বেংগলের জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক, পিএসসি তিন ভাগে বিজু উৎসব পালন করা হয়। ফুল বিজু, মূল বিজু এবং গজ্যাপজ্যা বিজু। ফুল বিজুর দিন গভীর অরণ্য থেকে ফুল সংগ্রহ করে ঘরবাড়ি সাজানো হয়। নদীতে ফুল দিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক বরেন, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে পাহাড়ের জাতিগোষ্ঠীর এই রঙিন সংস্কৃতি একটি উৎসবে রূপ নিয়েছে। আমরা এতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এসময় নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে বৈসাবি উৎসব উদযাপন কমিটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করে কুশলাদি বিনিময় করেন।

পরে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাইনী বিলের মেলার মাঠ থেকে বিজু উপলক্ষে একটি বর্ণিল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালীটি মাইনী নদীর তীরে গিয়ে শেষ হয়। পরে চাকমা সম্প্রদায়ের ফুল বিজুতে অংশ নিয়ে নদীতে ফুল ভাসান দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি। মাইনী নদীতে গঙ্গাদেবীর উদ্যেশে ফুল ভাসিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনে উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, বোয়ালখালী ইউনিয় পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা বৈসাবি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফুল্ল কুমার চাকমা, শরনার্থী কল্যাণ পরিষদ (মেরুং) ও বৈসাবি উদযাপন কমিটির উপদেষ্টা লোচন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।