রাঙ্গামাটিতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
॥ দেবদত্ত মুৎসুদ্দী গোপাল ॥
আজকের ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যিৎ। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা গেলেই সকলের কল্যাণে এগিয়ে আসবে। আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা উপকরণ বিতরণ করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব জাবেদ ইকবাল। মঙ্গলবার (৮এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ছাত্রদল সুত্র জানায়, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাবেদ ইকবাল সহ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আদনান, কলেজ ছাত্রদল নেতা আমজাদ হোসেন। রাঙ্গামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রহিম উদ্দিন, অর্থ সম্পাদক হেলিম, সহ দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্রনেতা টিটু, জসিম, তুষার নাহিদ সিয়াম, কাওসার প্রমুখ উপস্থিত থেকে রাঙ্গামাটি সদর এলাকার কাঠালতলী, দোয়েল চত্তর, হাসপাতাল সহ ১০টি স্থানে এসব শিক্ষা উপকরণ ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় জাবেদ ইকবাল বলেন, আপনারাই দেশ জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফল করার প্রত্যাশা করছি। এছাড়াও তিনি ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে নানান পরামর্শ ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। আগামী ১০ই এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ছাত্রদল সুত্র জানায়, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাবেদ ইকবাল আগামীতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে আগ্রহী। তার লক্ষ্য উদ্দেশ্য হলো শিক্ষার মান উন্নয়নে কাজ করা এবং জাতীয়তাবাদী ছাত্র দলের শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করা।