[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বৈসাবি উপলক্ষে বাঘাইছড়ির সাজেকে পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বিজিবির বস্ত্র বিতরণ

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৈ-সা-বি উৎসব উপলক্ষে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছে বিজিবির বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়ন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ শেষে লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী বলেন, আমরা কিছুদিন পূর্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করি, এখন বিজু উপলক্ষে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বৈসাবি উপহার প্রদান করলাম এবং ভবিষ্যতে হিন্দু সম্প্রাদায়ের দুর্গোৎসবেও উপহার সামগ্রী বিতরণ করার চেষ্টা করবো এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বস্ত্র বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী, পদাতিক। এতে ৩৩ জন নারীর মাঝে উন্নত মানের শাড়ি ও ২২ জন পুরুষের মাঝে উন্নত মানের লুঙ্গি বিতরণ করা হয়। এসময় ব্যাটালিয়নের অন্যান্য অফিসার, সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা নয়ন উপস্থিত ছিলেন।