[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালায় বৈ-সা-বি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য বিজু মেলার উদ্বোধন

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য অঞ্চালে সকল সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈ-সা-বি, বৈসু-সাংগ্রাই- সাংক্রান-বিঝু-বিহু-বিষু-পাতা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বাবু পাড়ার মাঠে শুরু হয়েছে ৫দিনব্যাপী ঐতিহ্যবাহী বিঝু মেলা। মঙ্গলবার (৮এপ্রিল) বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা।

উদ্বোধনী আয়োজনে স্থানীয় চাকমা, ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরীয়া নৃত্য, ঘিলা খেলা ও স্থানীয় সম্প্রদায়ের নৃত্য’সহ নানা সাংস্কৃতিক পরিবেশনাকরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বাবু মৃত্তিকা চাকমা, উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বৈ-সা-বি আমাদের পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বৈসাবি-বিঝু। এটি শুধু বিনোদন নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিগত সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) সঞ্চালনায় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফুল্ল কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপুলাক্ষ চাকমা, ধনপাড়া মৌজার হেডম্যান যুব লক্ষণ চাকমা, বোয়ালখালী ইউনিয়নের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৪নং দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৩১নং বোয়ালখালী মৌজার হেডম্যান ত্রিদিপ রায় পোমাংসহ অনেকেই। বৈসাবি মেলায় পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার, খেলনা, তাঁতের কাপড়সহ নানা ধরনের হস্তশিল্প ও পণ্য নিয়ে বসেছে শতাধিক স্টল। শিশু-কিশোরদের জন্য রয়েছে গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সন্ধ্যার পর প্রতিদিন চলবে সাংস্কৃতিক পরিবেশনা। এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমা বলেন, “বৈ-সা-বি পাহাড়ি জনগণের প্রাণের উৎসব। সাংগ্রাই মেলা সেই প্রাণের স্পন্দনকে ধারণ করে। আমরা চাই, সবাই যেন শান্তিপূর্ণভাবে এই উৎসব উপভোগ করতে প্রশাসন সবসময় পাশে আছে।