রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাস
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের জেলেপাড়া গ্রামের বাসিন্দা পরলোকগত বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাস’কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় রাঙ্গামাটির লংগদু উপজেলার এই বীর মুক্তিযোদ্ধাকে এ সম্মানে ভুষিত করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ এর উপস্থিতিতে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় লংগদু উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাস (৮৫) পিতা-জ্ঞান রঞ্জন জল দাস সোমবার (৭এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাসায় বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন।
মুক্তিযোদ্ধাকে পারিবারিক ভাবে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র জল দাস মৃত্যুকালে দুই কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।