বান্দরবানে ম্রো সম্প্রদায়ের ক্রামা ধর্মালম্বীদের সহায়তা দিলেন সেনাবাহিনী
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে বাকলাই পাড়ার এলাকায় ম্রোঃ সম্প্রদায়ের সাপ্তাহিক ব্যাপী তাদের প্রধান ধর্মীয় উৎসবের খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকলাই পাড়া সাবজোনের উদ্যোগে ম্রোঃ সম্প্রদায়ের কংলাই পাড়া, কাইতন পাড়া ও দুলাচরণ পাড়ার বাসিন্দাদের ক্রামাঃ ধর্মালম্বী তাদের ধর্মীয় উৎসবের খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রাকৃতিক নৈসর্গের এক অপরূপ অনন্য ভূখন্ড বান্দরবান রিজিয়ন। দেশের শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। পাহাড়ি অঞ্চলে ধর্মীয় প্রধান উৎসব’সহ নিরাপত্তার জনিত নিশ্চিত করে সকল জনগোষ্ঠীদের উৎসবের মিলনবন্ধন যেন অনন্য এক উদাহরণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ক্রামা ধর্মালম্বীদের ধর্মীয় প্রধান উৎসবের অনুদান পেয়ে কংলাই ও কাইতন পাড়ার কমিউনিটি চার্চের ধর্মগুরু লংরাও ম্রোঃ, পাড়াপ্রধান লংইয়া ম্রোঃসহ অনেকেই জানান, আমাদের ক্রামা ধর্মালম্বীদের সাপ্তাহিক ব্যাপী ধর্মীয় প্রধান উৎসবের দিনের খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাবাহিনীর। তাদের প্রধান উৎসবের আর্থিক ও খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে খুশী এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন বাসিন্দারা।
অন্যদিকে ম্রোঃ সম্প্রদায়ের ক্রামা ধর্মালম্বীদের সাপ্তাহিক ব্যাপী ধর্মীয় প্রধান উৎসবের দি ম্যাজেস্ট্রিক টাইগার্স অধিনায়কের পক্ষ হতে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী ও মেডিকেল ক্যাম্পেইনসহ আর্থিক সহায়তা প্রদান করে বাকলাই পাড়া সেনা সাব জোনের সাবজোন কমান্ডার, মেজর আসিফ জুবায়ের বলেন, দেশের জনগণের পাশেই সেনাবাহিনীর ছিলেন, আছে এবং থাকবে। পাহাড়ি এলাকায় মানুষের প্রতি মানবিক অংশ হিসেবে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। তিনি আরো বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য বহনে যেখানে কষ্টসাধ্য থাকবে, সেখানেই সবসময় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তাসহ বিভিন্ন উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁচ্ছে দেয়ার হচ্ছে। দেশের সকল সম্প্রদায়ের মানুষের উৎসবমুখর পরিবেশে বিশেষ ধর্মীয় উৎসব উদযাপনে নিরাপত্তার জনিত নিশ্চিত সব্বর্দা সচেষ্ট আছে এবং থাকবে।