বাঘাইছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর ওয়ার্ড কমিটি ঘোষণা
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাঘাইছড়ি পৌর শাখার ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় ৩১ বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ, বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কাউছার উদ্দিন নুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় সর্বসম্মতিক্রমে সভাপতি মোঃ সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আহম্মদ উল্লাহ (আব্বাস), সাংগঠনিক সম্পাদক রওশন আলী এবং সৈয়দ আহম্মদ শাকিল কে অর্থ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
এসময় অতিথিরা বলেন, অক্লান্ত শ্রম,দক্ষতা, স্বচ্ছতা এবং নিষ্ঠার কারণে সংগঠনটি অনেক সুনাম অর্জন করেছে। অরাজনৈতিক এ সংগঠনের সদস্য সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। সংগঠনটি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবামুলক কাজ করে যাচ্ছে। ফলে বাঘাইছড়ি উপজেলায় এর সুনাম ছড়িয়ে পড়েছে।