রাঙ্গামাটির লংগদুতে ছাত্র শিবিরের ইফতার মাহফিল
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লংগদু উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ (বৃহস্পতিবার) লংগদু সরকারি মডেল কলেজ হলরুমে ইসলামী ছাত্র শিবির লংগদু উপজেলা শাখার সভাপতি নবী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাছির উদ্দীন।
এসময় প্রাধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা সভাপতি শহীদুল ইসলাম শাফি।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর তাজ মাহমুদ,লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক হারুনুর রশিদ, মাইনীমূখ ইউনিয়ন আমীর শিগাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলার সাবেক সভাপতি হাসান তারেক সাবেক সেক্রেটারি নুর মোহাম্মদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে ইফতার মাহফিল করতে পেরে মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করবে। তারা আরো বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে দেশের জন্য কাজ করতে চায়, আসুন আমরা সবাই মিলে দেশের কল্যানে ইসলামের সু-মহান মর্যাদার তুলে ধরি তাহলে ইহকাল এবং পরকাল উভয়ই মুক্তি পাওয়া যাবে।