॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব উপহার প্রদান করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুবুল আলম ও বঙ্গমিত্র চাকমা উপস্থিত থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তালিকাভুক্ত ৬১টি মসজিদ ও ৬টি মাদ্রাসাকে ৪ হাজার টাকা করে উপহার হিসেবে তুলে দেন।
এছাড়া, তালিকাভুক্ত হয়নি এমন ২০টি মসজিদে ১ হাজার টাকা করে ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুবুল আলম।
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি জেলার মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে ঈদের আনন্দ ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময় নানা সামাজিক ও ধর্মীয় উদ্যোগ গ্রহণ করে থাকে।