[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের থানচিতে ত্রিপুরা কারবারী এসোসিয়েশন গঠনখাগড়াছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে মসজিদ ও মাদ্রাসায় উপহার বিতরণসমদৃষ্টি না রাখলে পার্বত্য উপদেষ্টাকে পাহাড়ে আবাঞ্চিত ঘোষণা করা হবেখাগড়াছড়ির দীঘিনালায় কাঠ ব্যবসায়ী সমিতির ঈদ উপহার প্রদানপবিত্র ঈদ উপলক্ষে দীঘিনালায় জেলা পরিষদের উদ্যোগে উপহার বিতরণখাগড়াছড়ির রামগড়ে জুলাই’র শহীদ মজিদ পরিবার পেল ১০ লক্ষ টাকারাঙ্গামাটির লংগদুতে ছাত্র শিবিরের ইফতার মাহফিলআদি গাছ ধ্বংস হয়ে গেছে, বিদেশী গাছ পাহাড় দখল করেছেবান্দরবানের আলীকদমে কারিতাসের উদ্যোগে ভূট্রার বীজ বিতরণবান্দরবানের লামায় রাবার ফ্যাক্টরি স্থাপনে স্বাস্থ্যগত আতঙ্কে ৩ হাজার শিক্ষার্থী
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের আলীকদমে কারিতাসের উদ্যোগে ভূট্রার বীজ বিতরণ

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে বেসরকারি সংস্থার কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) থেকে পরীক্ষামূলক ভাবে ভুট্টা চাষের প্রদশর্নী প্লট স্থাপন করার জন্য ৩৫ জন কৃষক এর মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বেসরকারি সংস্থার কারিতাস,সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণার ইনস্টিটিউট থেকে পরীক্ষামূলক ভাবে বিএইচএম-১৭-১৩ কেজি ও বারি সুইট কর্ণ-১-১০ কেজি ভুট্টা চাষের প্রদশর্নী প্লট স্থাপন করার জন্য ৩৫ জন কৃষক এর মাঝে বিনা মূল্যে এসব বীজ বিতরণ করা হয়।

এতে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন অত্র উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং কারিগরি কৌশল পরামর্শ সহায়তার হিসেবে গবেষণা সহকারী ক্যথোয়াইপ্রু মারমা এবং মাঠ সহায়কগণ উপস্থিত ছিলেন।

তুলনামূলক রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবসারের পরিমাণ বাড়িয়ে ভুট্টা চাষাবাদে পতিত জায়গা ব্যবহার হবে এবং বছরে তিন ফসলি উদপাদন করা যাবে। ভুট্টার চাষ বৃদ্ধি করা হলে অত্র উপজেলার কৃষকরা পরিবেশের জন্য জলবায়ু পরিবর্তনের সহনশীল চাষের আওতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।