[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ারবান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর লাশ উদ্ধারখাগড়াছড়ির রামগড়ে মাটি ও বালু উত্তোলনের দয়ে দেড় লক্ষ টাকা জরিমানারাঙ্গামাটির লংগদুতে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণদীঘিনালায় শিক্ষকদের সাথে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর মতবিনিময়কাপ্তাইয়ে প্রাইভেটকার যোগে চোলাইমদ পাচার করতে গিয়ে আটক-৪দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির জনকল্যাণমুখী সহায়তাবান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের আলীকদমে কারিতাসের উদ্যোগে ভূট্রার বীজ বিতরণ

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে বেসরকারি সংস্থার কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) থেকে পরীক্ষামূলক ভাবে ভুট্টা চাষের প্রদশর্নী প্লট স্থাপন করার জন্য ৩৫ জন কৃষক এর মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বেসরকারি সংস্থার কারিতাস,সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণার ইনস্টিটিউট থেকে পরীক্ষামূলক ভাবে বিএইচএম-১৭-১৩ কেজি ও বারি সুইট কর্ণ-১-১০ কেজি ভুট্টা চাষের প্রদশর্নী প্লট স্থাপন করার জন্য ৩৫ জন কৃষক এর মাঝে বিনা মূল্যে এসব বীজ বিতরণ করা হয়।

এতে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন অত্র উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং কারিগরি কৌশল পরামর্শ সহায়তার হিসেবে গবেষণা সহকারী ক্যথোয়াইপ্রু মারমা এবং মাঠ সহায়কগণ উপস্থিত ছিলেন।

তুলনামূলক রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবসারের পরিমাণ বাড়িয়ে ভুট্টা চাষাবাদে পতিত জায়গা ব্যবহার হবে এবং বছরে তিন ফসলি উদপাদন করা যাবে। ভুট্টার চাষ বৃদ্ধি করা হলে অত্র উপজেলার কৃষকরা পরিবেশের জন্য জলবায়ু পরিবর্তনের সহনশীল চাষের আওতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।