[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে কাজবান্দরবানের থানচিতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবঅংশগ্রহণমূলক প্রশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি: দীঘিনালায় নতুন ইউএনওসাম্য হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড় কলেজ ছাত্রদলের বিক্ষোভরামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতসাম্য হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবাদ সমাবেশরাঙ্গামাটির বাঘাইছড়িতে জেলেদের মাঝে ৫২টি ছাগল বিতরণআমাগো পুলিশ জেঠারা কঠোর হইয়া রোলার চালাইলে এইসব পিষ্ট হইতে বেশী সমুয় যাইবে না, চিন্তায় আছি….পার্বত্য চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর দিকে নজর দিতে হবেসাবেক ফুটবলার আনাই মগিনীকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অস্থায়ী নিয়োগ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের আলীকদমে কারিতাসের উদ্যোগে ভূট্রার বীজ বিতরণ

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে বেসরকারি সংস্থার কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) থেকে পরীক্ষামূলক ভাবে ভুট্টা চাষের প্রদশর্নী প্লট স্থাপন করার জন্য ৩৫ জন কৃষক এর মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বেসরকারি সংস্থার কারিতাস,সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণার ইনস্টিটিউট থেকে পরীক্ষামূলক ভাবে বিএইচএম-১৭-১৩ কেজি ও বারি সুইট কর্ণ-১-১০ কেজি ভুট্টা চাষের প্রদশর্নী প্লট স্থাপন করার জন্য ৩৫ জন কৃষক এর মাঝে বিনা মূল্যে এসব বীজ বিতরণ করা হয়।

এতে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন অত্র উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং কারিগরি কৌশল পরামর্শ সহায়তার হিসেবে গবেষণা সহকারী ক্যথোয়াইপ্রু মারমা এবং মাঠ সহায়কগণ উপস্থিত ছিলেন।

তুলনামূলক রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবসারের পরিমাণ বাড়িয়ে ভুট্টা চাষাবাদে পতিত জায়গা ব্যবহার হবে এবং বছরে তিন ফসলি উদপাদন করা যাবে। ভুট্টার চাষ বৃদ্ধি করা হলে অত্র উপজেলার কৃষকরা পরিবেশের জন্য জলবায়ু পরিবর্তনের সহনশীল চাষের আওতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।