খাগড়াছড়ির দীঘিনালায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭মার্চ) বিকালে ঈদুলফিতরকে সামনে রেখে প্রশাসনের পূর্ব নির্ধারিত ভ্রাম্যমান আদালত পরিচালনা কওে এ জরিমানা করা হয়।
দীঘিনালা উপজেলায় পরিচিত চট্টগ্রামের দ্বিতীয় চাক্তাইখ্যাত পাইকারী মালামাল বেঁচাকেনায় সবচেয়ে বড় বাজার বোয়ালখালী নতুন বাজার। ভ্রাম্যমান আদালত বাজার পরিদর্শন করতে গিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ঐ প্রতিষ্ঠান দুটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন সুত্র জানায়, মেসার্স আল মাদিনা স্টোর ও মেসার্স আপ্যায়ন স্টোর এর অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ তাদেও অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, দীঘিনালা ফায়ার সার্ভিস সেন্টশন অফিসার পঙ্কজ বড়ুয়া, দীঘিনালা থানা বাজার ও বোয়ালখালী বাজার চৌধুরী জেসমিন চাকমা, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমূখ।