॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়ীক শান্তি সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেনাবহিনী মানবিক সহযোগীতার কাজে প্রশংসার স্থানে আছে। মানবিক সেবায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদুল ফিতর উদযাপন করতে খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ইং বেংগলের পক্ষ থেকে দেড়শতাধিক অসহায় দু:স্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার(১৯মার্চ) সকাল সাড়ে ৯টায় দীঘিনালা জোনের ৪ই বেংগলের আয়োজনে ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন, দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি, দীঘিনালা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, দীঘিনালা জোনের মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: জয়নুল, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন, সাংবাদিক মোঃ সোহেল রানা প্রমূখ।
ঈদ উপহার প্রদানকালে দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এলাকায় অসহায় দু:স্থদের ঈদ উপহার প্রদান করা হয়। যাতে করে গবির অসহায় দু:স্থ পরিবারগুলো একটু ভালো ভাবে ঈদ করতে পারে।
দীঘিনালা জোন থেকে ঈদ উপহার পেয়ে মোঃ সোহবার হোসেন বলেন, প্রতি বছর ঈদের আগে জোনের সেনা সদস্যরা গরিব দুঃখীদের জন্য সেমাই, চিনি, গুড়া দুধ, নুডুলস, তেল ইত্যাদি প্রদান করলে গ্রহিতারা তাঁদে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।