[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ারবান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর লাশ উদ্ধারখাগড়াছড়ির রামগড়ে মাটি ও বালু উত্তোলনের দয়ে দেড় লক্ষ টাকা জরিমানারাঙ্গামাটির লংগদুতে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণদীঘিনালায় শিক্ষকদের সাথে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর মতবিনিময়কাপ্তাইয়ে প্রাইভেটকার যোগে চোলাইমদ পাচার করতে গিয়ে আটক-৪দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির জনকল্যাণমুখী সহায়তাবান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করে
[/vc_column_text][/vc_column][/vc_row]

আদি গাছ ধ্বংস হয়ে গেছে, বিদেশী গাছ পাহাড় দখল করেছে

১৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের যেদিকে তাকাই সেই দিকে শুধুই রুক্ষতা। আদি গাছ ধ্বংস হয়ে গেছে, বিদেশী গাছ পাহাড় দখল করেছে। ফলত পাহাড়ের ঝিড়ি-ঝর্ণা শুকিয়ে যাচ্ছে, পানির সংকট প্রখট হচ্ছে, জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে, পরিবেশ বিপন্ন হচ্ছে। বৃহস্পতিবার (২৬মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন কমিউনিটি রেজিলিয়েন্স থ্রো লোকালি লেড ইনক্লসিভ এডাপটেশন কার্যক্রমের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন কমিউনিটি রেজিলিয়েন্স থ্রো লোকালি লেড ইনক্লসিভ এডাপটেশন কার্যক্রমের আওতায় ৯দিন ব্যাপি রাঙ্গামাটি জেলার ৩০ জন লোকাল রেজিলিয়েন্স ফ্যাসিলিটেটর (এলআরএফ) দের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সাপছড়ি, রাঙ্গামাটি এর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইউ প্রু মারমা, সন্মানিত সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, উপস্থিত ছিলেন কৃষিবিদ পবন কুমার চাকমা, প্রকল্প পরিচালক, ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইমপ্রুভমেন্ট এন্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন স্এিইচটি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, কৃষিবিদ রমনী কান্তি চাকমা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সাপছড়ি, রাঙ্গামাটি, কৃষিবিদ ইন্দুলাল চাকমা, অবসরপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, রাঙ্গামাটি, কৃষিবিদ সুপ্রিয় চাকমা, প্রোগ্রাম এনালিস্ট, ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি,সম্মানীত সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান,সম্মানীত সদস্য বরুন কুমার দেওয়ান, রাঙ্গামাটি সহ প্রশিক্ষণ পরিচালনাকারী সরকারি দপ্তরের মাস্টার ট্রেইনারগণ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন পার্বত্য চট্টগ্রাম সহ পৃথিবীর সব দেশে। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোবাবেলা ও নিজেকে সেই প্রভাবের সাথে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সেই লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি ও কানাডা সরকার যৌথভাবে কমিউনিটি রেজিলিয়েন্স থ্রো লোকালি লেড ইনক্লসিভ এডাপটেশন কার্যক্রম বাস্তবায়ন করছে। আমাদের এখন সময় এসেছে অবার আদিকালের বনগুলো পার্বত্য চট্টগ্রামে ফিরিয়ে নিয়ে আসা গাছ সৃজনের মাধ্যমে। তাই আহবান জানাই নিজ নিজ স্থান থেকেই পার্বত্য চট্টগ্রামের আদিকালের বন ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করে যাওয়ার।