খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। দিনব্যাপী আরও নানা কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীছড়ি উপজেলায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
শুরুতে ভোরে ৩১ বার তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি, বিএনপি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া এবং লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অতিথিরা কুচকাওয়াজ সহ সালাম গ্রহণ করেন।