[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে কাজবান্দরবানের থানচিতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবঅংশগ্রহণমূলক প্রশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি: দীঘিনালায় নতুন ইউএনওসাম্য হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড় কলেজ ছাত্রদলের বিক্ষোভরামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতসাম্য হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবাদ সমাবেশরাঙ্গামাটির বাঘাইছড়িতে জেলেদের মাঝে ৫২টি ছাগল বিতরণআমাগো পুলিশ জেঠারা কঠোর হইয়া রোলার চালাইলে এইসব পিষ্ট হইতে বেশী সমুয় যাইবে না, চিন্তায় আছি….পার্বত্য চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর দিকে নজর দিতে হবেসাবেক ফুটবলার আনাই মগিনীকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অস্থায়ী নিয়োগ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে ৩০ লিটার চোলাইমদ সহ ব্যবসায়ী গ্রেফতার

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ অরবিন্দ চন্দ্র দাস রাজিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) সকালে রামগড় পৌরসভার বাজার এলাকায় ৩০ লিটার চোলাইমদ সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অরবিন্দ চন্দ্র দাস রাজিব রামগড় পৌরসভার জগন্নাথপাড়া এলাকার মাখন লাল দাসের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দীন এর নির্দেশনায় এসআই (নি.) মোহাম্মদ আনিস উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পৌরসভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী মার্কেটের সামনের পাকা রাস্তার উপর হতে ৩০ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।