[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে স্বরাষ্ট্র ও পার্বত্য উপদেষ্টার পরিদর্শনলামায় রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সাইফুল ইসলাম রিমনবান্দরবানের লামায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ২৫জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করতে হবেবান্দরবানের থানচিতে ত্রিপুরা কারবারী এসোসিয়েশন গঠনখাগড়াছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে মসজিদ ও মাদ্রাসায় উপহার বিতরণসমদৃষ্টি না রাখলে পার্বত্য উপদেষ্টাকে পাহাড়ে আবাঞ্চিত ঘোষণা করা হবেখাগড়াছড়ির দীঘিনালায় কাঠ ব্যবসায়ী সমিতির ঈদ উপহার প্রদানপবিত্র ঈদ উপলক্ষে দীঘিনালায় জেলা পরিষদের উদ্যোগে উপহার বিতরণখাগড়াছড়ির রামগড়ে জুলাই’র শহীদ মজিদ পরিবার পেল ১০ লক্ষ টাকা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদমে বিজিবির ইফতার বিতরণ

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানেরআলীকমে ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদর সংলগ্ন ক্যান্টিনের পার্শ্বে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর খোরশেদ আলম, অন্যান্য জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী পিএসসি বলেন, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যাটালিয়নটি বান্দরবান জেলার থানচি উপজেলাধীন সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অপারেশনাল কার্যক্রম পরিচালনার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা প্রতিহত করে যাচ্ছে।

এছাড়াও, “অপারেশন উত্তরণ” এর আওতায় বিজিবি পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।