[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় ২০ প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনায় নুর ইসলাম আটকরাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে স্বরাষ্ট্র ও পার্বত্য উপদেষ্টার পরিদর্শনলামায় রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সাইফুল ইসলাম রিমনবান্দরবানের লামায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ২৫জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করতে হবেবান্দরবানের থানচিতে ত্রিপুরা কারবারী এসোসিয়েশন গঠনখাগড়াছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে মসজিদ ও মাদ্রাসায় উপহার বিতরণসমদৃষ্টি না রাখলে পার্বত্য উপদেষ্টাকে পাহাড়ে আবাঞ্চিত ঘোষণা করা হবেখাগড়াছড়ির দীঘিনালায় কাঠ ব্যবসায়ী সমিতির ঈদ উপহার প্রদানপবিত্র ঈদ উপলক্ষে দীঘিনালায় জেলা পরিষদের উদ্যোগে উপহার বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

যশোহরে রাজেরুং ত্রিপুরা দর্ষণ ও হত্যার প্রতিবাদে বান্দরবানের থানচিতে বিক্ষোভ

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
যশোরের কেশবপুরে শিক্ষার্থী রাজেরুং ত্রিপুরা ধর্ষণ ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বান্দরবানের থানচি উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষদ্র নৃ-গোষ্ঠী সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ। রবিবার (২৩ মার্চ) সকালে উপজেলা সাঙ্গু ব্রিজ ত্রিমুখী রাস্তা প্রাঙ্গণে ত্রিপুরা সচেতন সমাজের আয়োজনে ‘আদিবাসী নারীর নিরাপত্তা নিশ্চিত কর’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এ দাবি করা হয়।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি সমাবেশের বক্তব্য রাখছেন, ডাক্তার এন্দ্রিজয় ত্রিপুরা, শিক্ষার্থী এনি ত্রিপুরা, মারমা স্টুডেন্ট প্রতিনিধি ক্যহাইসিং মারমা, হেডম্যান শিমন ত্রিপুরা ও থানচি কলেজ প্রভাষক লিটন ত্রিপুরা, মুক্ত ত্রিপুরাসহ অনেকেই। এছাড়াও বিভিন্ন গ্রামের লোকজন, সচেতনমহল, স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ এই কর্মসূচির সমাবেশের উপস্থিত ছিলেন।

ওাজেরুং ত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের বক্তারা বলেছেন, কিছু ব্যক্তির অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান এটি, বরং কোনো খ্রিস্টান মিশন নয়, সেখানেই গরিব ও অসহায় পরিবারের মেয়েদের নানা প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। ২০০৯ সালেও এ প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা ঘটেছিল, কিন্তু অপরাধীরা ধরা পড়েনি। সেখানে একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। আমাদের বোন রাজেরুং ত্রিপুরা বাবা-মায়ের সঙ্গে ঈদের ছুটি কাটাতে চেয়েছিল, কিন্তু তাকে ফিরতে হলো লাশ হয়ে। আমাদের আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিহত রাজেরুং ত্রিপুরার হত্যার বিচার এবং এধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নিতে হবে-সরকারকে। এছাড়া দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

পারিবারকি সুত্রে জানা গেছে, রমজানের ছুটিতে বাড়িতে না পাঠিয়ে নিহত রাজেরুং ত্রিপুরাসহ কয়েকজন ছাত্রীদের হোস্টেলে রেখে তাদের উপর যৌন হয়রানি চালাতেন বলে অভিযোগ রয়েছে হোষ্টেলের চেয়ারম্যান ও ম্যানেজারের বিরুদ্ধে। খ্রিষ্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেলের চেয়ারম্যান ক্রিস্টফার সরকার ও ম্যানেজার প্রদীপ সরকারের বিরুদ্ধে নবম শ্রেণির শিক্ষার্থী রাজেরুংকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত রাজেরুং ত্রিপুরা বান্দরবানের থানচি উপজেলার ১নং রেমাক্রী ইউনিয়নের কালু পাড়ার রমেশ ত্রিপুরার মেয়ে। পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন বড়। এ ঘটনার পর তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য যে, যশোর জেলার কেশবপুর পৌর শহরের খ্রিস্টান আউট রিচ গার্লস হোস্টেলের নবম শ্রেণির শিক্ষার্থী রাজেরুংকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় আদো কেউ গ্রেফতার হয়নি বলে প্রতিবাদ সমাবেশে বলা হয়।