বান্দরবানের লামায় জব্দ করা বালু ৭ লক্ষ ৬০ হাজার টাকায় বিক্রি
॥ মোহাম্মাদ রফিকুল ইসলাম, লাসা ॥
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়া এবং আমতলী এলাকায় জব্দ করা ২ লাখ ঘনফুট বালুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব অভিযান চালিয়ে এসব বালু জব্দ করেন। জেলা প্রশাসনের নির্দেশে রবিবার (২২ মার্চ) বেলা ১১টায় সরই ইউনিয়নের আমতলী ও জোড়মনি পাড়া এলাকায় বালুর স্তুপের পাশে প্রকাশ্যে এই নিলাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নিলামে ৯ জন অংশ নেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভিন্ন দুইটি অংশে ২ লাখ ঘনফুট বালু নিলামে ৭ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়।
সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, ১৫% ভ্যাট ও ১০% আয়করসহ বালু বিক্রি বাবদ সরকারি রাজস্ব আদায় হবে ৯ লাখ ৫০ হাজার টাকা। নিলাম শেষে সরই ইউনিয়নের পুলাং ও ভাগ্যারকুল দোকান এলাকায় আরো কয়েকটি অবৈধ বালু উত্তোলনের জায়গা পরিদর্শন করেন ইউএনও এসিল্যান্ড। আমতলী অংশে ৪টি স্তুপের ১ লাখ ঘনফুট বালু ২ লাখ ৬০ হাজার টাকায় নিলামে পান সরই কেয়াবুন্যা পাড়ার মোঃ আজিজ। জোড়মনি পাড়া এলাকার ২টি বড় বালুর স্তুপের ১ লাখ ঘনফুট বালু ৫ লাখ টাকায় নিলামে পান কেয়াবুন্যা পাড়ার মোঃ হারিছ চৌধুরী। সর্বোচ্চ ২ জন ডাককারীকে নিলাম বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বাকী টাকা সোমবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এদিকে নিলামে দেয়া বালু পরিবহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ২০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।
নিলামের সময় ইউএনও মোঃ মঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম, সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।