[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় ২০ প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনায় নুর ইসলাম আটকরাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে স্বরাষ্ট্র ও পার্বত্য উপদেষ্টার পরিদর্শনলামায় রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সাইফুল ইসলাম রিমনবান্দরবানের লামায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ২৫জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করতে হবেবান্দরবানের থানচিতে ত্রিপুরা কারবারী এসোসিয়েশন গঠনখাগড়াছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে মসজিদ ও মাদ্রাসায় উপহার বিতরণসমদৃষ্টি না রাখলে পার্বত্য উপদেষ্টাকে পাহাড়ে আবাঞ্চিত ঘোষণা করা হবেখাগড়াছড়ির দীঘিনালায় কাঠ ব্যবসায়ী সমিতির ঈদ উপহার প্রদানপবিত্র ঈদ উপলক্ষে দীঘিনালায় জেলা পরিষদের উদ্যোগে উপহার বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

ফিলিস্তিনে ইসরাইলের হামলা ও ভারতে আগ্রাসনের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ইসলামীক রাজনৈতিক দল, ধর্মীয়ও সামাজিক সংগঠনের উদ্যেগে স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে তাওহিদী জনতার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।

শুক্রবার(২১মার্চ) জুম্মার নামাজের পর দীঘিনালা উপজেলা বিভিন্ন মসজিদের মুল্লিরা মসজিদের সামন থেকে ইসলামিক ছাত্র রাজনৈতিক দল, দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত, ধর্মীয় সমাজিক ও সর্বস্তরের মুসল্লি ব্যনারের স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে তাওহিদী জনতার প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলগুলো দীঘিনালা উপজেলার দীঘিনালা কলেজ এর সমানে উপজেলা প্রশাসনের হলুদ চত্বরের প্রতিবাদ সমাবেশে যোগদান করে।

দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও: মোঃ জামালুল হাসান জামিলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দীঘিনালা বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (দীঘিনালা শাখা) সভাপতি মোঃ আশরাফুল আলম, বোয়ালখালী বাজার জামে মসজিদের ইমাম হযরত মাও: হাবিবুর রহমান, হাচিনসন পুর জামে মসজিদের ইমাম হযরত মাও: আরমান রহমানী এবং পূর্ব হাসিনসনপুর জামে মসজিদের ইমাম হযরত মাও: কাওসার আজিজী বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং ভারতের নাগপুরসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন। বক্তারা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন এবং অব্যাহত পণ্যবয়কটের দাবি জানিয়ে বলেন, ইসরাইলি পণ্য বয়কট করে মুসলিম বিশ্ব তাদের প্রতিবাদ জানাতে পারে।“ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর অবিরাম বোমাবর্ষণ এবং ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ববাসীকে এসব বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ইসরাইলি পণ্য বয়কটের মাধ্যমে তাদের প্রতি প্রতিবাদ জানাতে হবে। সমাবেশ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা এম এ জামানুল হাসান জামিল। এতে ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।