[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবাখাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষ থেকে অসহায়দের সহায়তা প্রদান

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আর্ত মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যঞ্চলে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ইং বেংগলের সেনাবাহিনীর পক্ষথেকে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, বসতঘর নিমার্ণে ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯মার্চ) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোন সদরের ৪ই বেংগলের আয়োজনে ৬জন শিক্ষার্থী, ২টি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন হালীমিয়া মাদ্রাসা ও এতিমখানা, দীঘিনালা মাইনী কিন্ডার গার্ডেন স্কুল, বসত ঘর নিমার্নের জন্য ১০জনকে ঢেউটিন ও চিকিৎসার জন্য ৮জনকে আর্থিক সহায়তা প্রদান করেন, দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি, দীঘিনালা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন।

মেরুং ইউনিয়নের দূর্গম বগাপাড়া এলাকার বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী সুমিকা চাকমা বলেন, অর্থের অভাবে বসতঘর তৈরি করতে পারছিলাম না, ভাঙ্গা ঘরে বাস করছি। দীঘিনালা জোনে ঘর মেরামতে টিনের জন্য আবেদন করলে জোনে আমাকে টিন দিয়েছে।

বোয়ালখালী ইউনিয়নের থানাপাড়া এলাকার শিক্ষার্থী জুই আক্তার ও বৃষ্টি নাথ বলেন, অর্থ অভাবে বিদ্যালয়ে ভর্তি হতে পারছিলাম না। দীঘিনালা জোনের জোন কমান্ডার আমাদেরকে স্কুলে ভর্তির জন্য আর্থিক সহায়তা করেছে। কবাখালী ইউনিয়নে হাচিনসনপুর এলাকার বাবুল হোসেন বলেন, আমার প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য সেনা জোনে টাকা দিয়েছে। দীঘিনালা জোনের সেনা সদস্যরা অসহায়দের জন্য সাহায্য সহযোগীতা অব্যাহত রেখেছেন। বোয়ালখালী ইউনিয়নের বয়স্ক মাহিলা সখিনা বেগম (৫৫) বলেন, অনেক দিন যাবৎ চোখে জাপসা দেখছি অর্থের কারনে চোখের চিকিৎসা করাতে পারছিলাম না। দীঘিনালা জোন আমার চোখের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছে।

সহায়তা প্রদানকালে দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ ওমর ফারুক বলেন, এলাকায় অসহায় মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীর চিকিৎসা ও দু:স্থদের বতসঘর নিমার্নের জন্য জোনে আর্থিক সাহায্য জন্য আবেদন করেছিলেন, আবেদনের প্রেক্ষিতে জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দীঘিনালা জোনের সেনাবাহিনী এলাকার অসহায়দের মাঝে এধরনের সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে।