[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের হত্যার ৬ বছর, জড়িতদের বিচার দাবি

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলোমিটার নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে আহত ও নিহত পরিবার পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ঐ ঘটনার বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রদান নির্বাচন কমিশনার,সচিব, জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করেন নিহতের স্বজনরা। ওই ভয়াবহ ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি আজও।

এসময় পাকুজ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, এসময় আরো বক্তব্য রাখেন, বাঘাইহাট আনসার ভিডিপি পিসি আহত মোঃ কবির হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মোস্তফা কামাল,আহত মাহাবুব আলম সহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।