[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় দ্বৈত কর-এ দিশেহারা কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ

॥ আরিফুর রহমান ॥
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে রাঙ্গামাটি সিভিল সার্জন কর্তৃক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২মার্চ) বিকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

রাঙ্গামাটিতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা। এসময় জেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ রাঙ্গামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার রাঙ্গামাটিতে শিশুর লক্ষ্যমাত্রা ৮৫৮৬০জন, এর মধ্যে ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৫৩২৩ ও ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১০৫৩৭ জন বলে জানান তিনি।

এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চ সকাল থেকেই একযোগে রাঙ্গামাটিতেও এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। স্কুল কলেজ এবং পৌরসভার অধীন বিভিন্ন ওয়ার্ডেও পূর্ব্যরে ন্যায় এ কার্যক্রম চলবে। তিনি জানান, সরকারের ঘোষিত তারিখ এবং সময় অনুযায়ী ঐ দিনই ঘোষিত বয়সের শিশুদের ভিটামিন এ প্লাস ঔষুধ খায়ানো হবে। যথা সময়ে শিশুদের সেখানে নিয়ে যাওয়ার জন্য অভিভাবক এবং সাংবাদিকদেরও প্রচারের জন্য আহ্বান করেছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিকে ধন্যবাদ জানান।

এর আগে সিভিল সার্জন ডা: নূয়েন খীসা গত ২ ফেব্রুয়ারী ২০২৫ইং রাতে অসুস্থ জনিত কারনে মারা যান দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে উপস্থিত সকল সাংবাদিক এবং তাঁর অধীনস্ত কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি ১মি.নীরবতা পালন করেন। পরে সভার কার্যক্রম শুরু করেন।