॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামার আজিজনগরে এসবিএম নামে একটি ইটভাটা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একইসাথে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। অভিযানে লামা বন বিভাগ, লামা ফায়ার সার্ভিস ও লামা থানা সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে ভাটা পরিচালনা করায় এসবিএম ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ১ লক্ষ টাকা এবং লাকড়ি ব্যবহারের অপরাধে বন আইন, ১৯২৭ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় স্কেভেটর দিয়ে ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত ৬ মার্চ লামার ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় পাহাড় কাটা ও অবৈধ জ্বালানি কাঠ ব্যবহারে এফএসি ইটভাটাকে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ১৮ শত ঘনফুট কাঠ জব্দ করা হয়েছিল।