[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলবান্দরবানে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ৬ লাখ টাকা অনুদান প্রদানরাঙ্গামাটিতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণঅবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপ, অন্তবর্তীকালীন রাঙ্গামাটি জেলা পরিষদ কেন অবৈধ ঘোষনা নয়দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভাদীঘিনালায় পর্যটক অপহরণের ঘটনায় একনারীসহ গ্রেফতার ৪খাগড়াছড়ির রামগড়ে এসিল্যান্ডের শূন্যতায় দুর্ভোগে সেবা প্রার্থীরানারীর উপর সহিংসতার প্রতিবাদে রামগড় কলেজ ছাত্রদলের মানববন্ধনবান্দরবানের থানচিতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির দীঘিনালায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসকের সহায়তা
[/vc_column_text][/vc_column][/vc_row]

নারীর উপর সহিংসতার প্রতিবাদে রামগড় কলেজ ছাত্রদলের মানববন্ধন

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে রামগড় সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১০মার্চ) সকালে কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল আলম আরিফ এর সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলার অবনতি, ধর্ষণ ও ধর্ষকরের বিচারের দাবিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ নুরুল ইসলাম রাজু, কলেজ ছাত্রদল নেতা ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান সহ কলেজ ছাত্রদলের অনেকেই।

এই সময় তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার ও ৪৮ ঘন্টার মধ্যে বিচার কার্যকর করার দাবি জানান। তারা আরো জানায় দেশে বর্তমানে যে অরাজকতা চলচে এই ভাবে দেশ চলতে পারে না সংস্কারের নামে ক্ষমতার যে লোভে তারা মহিত হয়ে আছে তাতে করে তাদের দেশ পরিচালনায় ব্যার্থতা স্পষ্ট হচ্ছে। এই ভাবে চলতে থাকায় উপদেষ্টা গনদের পদত্যাগেরও দাবি উঠানো হয়। প্রতিবাদে তারা আরো জানান, একটি অবাধ সুষ্টু নির্বাচন এর মাধ্যমে গঠিত সরকারই পারবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শীতল করতে। তাই অতি দ্রুত তারা একটি অবাদ নিরপেক্ষ নির্বাচন দাবী করেন। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।