[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কমিটিঃ সভাপতি ফারুক, সম্পাদক আহাদপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০৩কথা হইলো পাহাড় নষ্টের ডিরেক্টরগোর পান্ডুলিপি হয় টানিয়া ছিঁড়িতে হইবে নয় কেঁচি মারিতে হইবে, চিন্তায় আছি…পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়াকে না বলতে আগাম প্রস্তুতি নিতে হবেবাংলাদেশ তঞ্চঙ্গ্যা এস্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর সভাপতি সোহেল, সম্পাদক রিতা তঞ্চঙ্গ্যাঁবান্দরবানের লামায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনিআলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকদীঘিনালায় ট্রাফিক সেবায় যুব দল-ছাত্র দল-সেচ্ছাসেবক দলবাঘাইছড়িতে জামায়াতের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিতমাটিরাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত, আহত ১
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রোয়াংছড়িতে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যের সুইডেন সরকার অথার্য়নে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সহযোগিতায় গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) আয়োজনের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ইং ওয়াগয় পাড়া পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল সারে ১০.০০ টায় আন্তর্জাতিক নারী দিবস আয়োজিত সভায় ইয়ুথ দলের সাধারণ সম্পাদক মিনাদেবী তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় উপজেলা ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও ক্ষমতায়ন কর্মসূচির ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার মংবাথুই মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিএজি কমিটির সভাপতি মংপু মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নেপাল কান্তি দাশ, ইউনিয়ন সিএজি কমিটির সহ সভাপতি বেবি তঞ্চঙ্গ্যা, উপজেলা সিএজি কমিটির সদস্য শ্রীদেবী তঞ্চঙ্গ্যা।

এসময়ে পাহাড়ের বঞ্চিত নারীদের অধিকার সংরক্ষণের জন্য আলোচনা করা হয়। শেষে সকল নারীদের ঐক্যবদ্ধভাবে খেলাধুলা অংশগ্রহণ করেন। এতে ক্রিয়া প্রকল্পের উন্নয়ন কর্মী সুমনা তঞ্চঙ্গ্যা, মংচিংপ্রু খিয়াংসহ শতাধিক নরনারীরা উপস্থিত ছিলেন।