[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসকের সহায়তা

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় লারমা স্বায়ার গত শুক্রবার ভোর রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক, দোকানদার, ব্যবসায়ী মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার(৮মার্চ) দুপুরের লারমা স্বায়ারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল লারমা স্কায়ারের ১৮জন ক্ষতিগ্রস্থ দোকান মালিক দোকানদার ও ব্যবসায়ীকে সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ার‌্যান চয়ন বিকাশ চাকমা, সাংবাদিক মো: সোহেল রানা, বোয়ালখালী নতুন বাজার ও দীঘিনালা থানা বাজার চৌধুরী জেসমিন চাকমা, লারমা স্বায়ার বাজার পরিচালনা কমিটির সভাপতি নিপু চাকমা প্রমূখ। এসময় ১৮দোকান মালিক ও ব্যবসায়ীকে প্রাথমিকভাবে নগদ অর্থ, চাল, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয় এবং সহযোগিতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, অগ্নিকান্ডে যে পরিমান ক্ষতি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তা দেয়া সম্ভব না। তারপরও প্রশাসনের পক্ষ থেকে সামান্য পরিমানে আর্থিক সহায়তা ও চাল, শুকনো খাবার দেয়া হয়েছে। তবে অগ্নিকান্ড থেকে প্রাথমিক ভাবে বাঁচতে হলে অগ্নিনির্বাপক গ্যাস, পানি ও বালি দোকনের সামনে রাখতে হবে। সহায়তার মধ্যে ছিল নগদ অর্থ ৫হাজার টাকা, ৩০কেজি চাল, দুইটি কম্বল, সয়াবিন তেল ৫লিটার, চাল-৫কেজি, এছাড়াও ইফতার সামগ্রীও প্রদান করা হয়।
বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
নারীর সমঅধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮মার্চ) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি শাখার আমির মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা মুন্নি দত্ত, নারী উদ্যোক্তাদের প্রতিনিধি মুন্নি আক্তার বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়, দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। বক্তারা আরো বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে নারী-পুরুষ সমতা অর্জন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিনিয়োগ এবং জেন্ডার-রেসপনসিভ অর্থায়নকে উৎসাহিত করা হচ্ছে একইসাথে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের এগিয়ে নেওয়ার জন্য সরকারের সু-দৃষ্টি রয়েছে।