[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলবান্দরবানে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ৬ লাখ টাকা অনুদান প্রদানরাঙ্গামাটিতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণঅবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপ, অন্তবর্তীকালীন রাঙ্গামাটি জেলা পরিষদ কেন অবৈধ ঘোষনা নয়দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভাদীঘিনালায় পর্যটক অপহরণের ঘটনায় একনারীসহ গ্রেফতার ৪খাগড়াছড়ির রামগড়ে এসিল্যান্ডের শূন্যতায় দুর্ভোগে সেবা প্রার্থীরানারীর উপর সহিংসতার প্রতিবাদে রামগড় কলেজ ছাত্রদলের মানববন্ধনবান্দরবানের থানচিতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির দীঘিনালায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসকের সহায়তা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচিতে সনাতন ধর্মালম্বীদের গঙ্গা পূজা ও গঙ্গা স্নান অনুষ্ঠিত

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
প্রতি বছরে ন্যায় এবছরেও অপরূপ সৌন্দর্য্যেমন্ডিত সাঙ্গু নদীর চরে তিন দিন ব্যাপী বান্দরবানের থানচিতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা পূজা ও গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে থানচি সার্বজনীন গঙ্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে একটি মহাশোভাযাত্রা বের হয়ে বাজারে অলিগলিতে প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীর চরে গঙ্গা পূজা মন্ডপে গিয়ে শেষ হয়। সেখানে সকল সম্প্রদায়ের শান্তিতে বসবাস, অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি এবং মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়।

এসময় মহাশোভাযাত্রায় অংশগ্রহণ নেন, পাবর্ত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোঃ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উবামং মারমা। এছাড়াও শ্রী শ্রী কালি মন্দির পরিচালনা কমিটি সভাপতি পলাশ ধর, গঙ্গা পুজা উদযাপন কমিটি সভাপতি টিটু বিশ্বাস, সম্পাদক শিবু কর্মকারসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সনাতনী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে আয়োজক কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারে ১৮ তম পুজায় গঙ্গা মায়ের সাথে মহা দেব, শ্রী রামায়ন- সীতা দেবী, যমুনা দেবী, ভগিরত ও গঙ্গার মায়ের ভক্ত ঋশি বিশ্বগৌত্র প্রতিমায় স্থান করে নিয়েছে পূজা মন্ডপে। মহাশোভাযাত্রার পাশাপাশি গোধুলি লগ্নে গঙ্গাপূজার অধিবাস শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ধর্মীয় সংগীত পরিবেশন, সন্ধ্যায় আরতি, মহাপ্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয় আয়োজন করা হয়েছে। সেখানে সনাতনী সমাজের নারী ও পুরুষ ভক্তরা সাঙ্গু নদীতে জড়ো হয়ে গঙ্গা মায়ের পূজা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় গঙ্গা স্মানে অংশ নেন। বুধবার (৫মার্চ)) দুপুরে শংঙ্খ নদে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে এবারের গঙ্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।